কদমতলায় একই সাথে দেখা গেলো অরূপ-রাজীবকে, হাওড়া জুরে শুরু হলো জোর চর্চা


পুজোর সময় এ কী কাণ্ড!
নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছে না হাওড়ার বাসিন্দারা। তাহলে কি মা এসে মেলালেন? হাওড়া জেলার দুই হেভিওয়েট নেতা মন্ত্রী অরূপ রায় ও জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে। জেলার রাজনীতির যারা খবর রাখেন তাঁরা জানেন দুজনেই শাসক দল তৃণমূলের নেতা হলেও দুজনের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু তৃতীয়ার সকালে হাওড়া কদমতলা বাসস্ট্যান্ডের কাছে চিত্তরঞ্জন স্মৃতি মন্দির এর ছিয়াত্তর তম দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির এই দুই নেতা। এখানে ফিতে কেটে উদ্বোধন করেন অরূপ রায়। এবং প্রদীপ জ্বালিয়ে শুভারম্ভ করেন রাজিব বন্দ্যোপাধ্যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রসাশক মন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্ত্তী, চিত্তরঞ্জন স্মৃতি মন্দিরের সম্পাদক চন্দন কান্তি চক্রবর্তী ছাড়াও হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র এবং কাউন্সিলর ত্রিলোকেশ মন্ডলের মতো বিশিষ্ট জনেরা। মন্ত্রী অরূপ রায় বলেন, "চিত্তরঞ্জন স্মৃতি মন্দিরের দুর্গাপুজো আগাগোড়াই ঐতিহ্য বহন করে চলেছে। পুজো সকলের ভালো কাটুক দেবী দুর্গার কাছে এই প্রার্থনা করি।" রাজীব বন্দ্যোপাধ্যায় এই ক্লাবের সামাজিক কাজকর্মের প্রসংশা করেন। এবং সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানান।
কোন পক্ষই সরাসরি রাজনীতির কথা না বললেও এরমধ্যে যথেষ্ট রাজনৈতিক বার্তা ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে সব ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। পঞ্চমী সকালে এই দৃশ্য তারই ফলস্বরূপ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল
নারায়ণ রতন দত্ত/হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com