ভিআইপি দিয়ে নয়, অন্যরকম ভাবে পুজো উদ্বোধন করে সারা ফেলে দিয়েছে এই পুজো কমিটি


পুজো আসার অনেক আগে থেকেই কোন পুজো কমিটি কত বড় ভিআইপিকে দিয়ে উদ্বোধন করাবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এর ফলে সেই কমিটি সমাজে নিজেদের ওজন বুঝিয়ে থাকে। এরমধ্যে প্রঢম সারিতে থাকে রাজনৈতিক দলের নেতারা। এরপরে থাকে বিনোদন ও ক্রিড়া জগতের তারকারা। অনেকে ধর্মীয় নেতাদের এনে হাজির করেন তো অনেকে নিয়ে আসেন কোনও বিতর্কিত চরিত্র। এরফলে প্রচার মেলে অনেক বেশি
অন্যপথে হেঁটে পুজো উদ্বোধন করলো হাওড়ার বিড়াডিঙ্গী তরুণ সমিতির
পঞ্চমীর সন্ধ্যায় হাওড়ার বিড়াডিঙ্গী তরুণ সমিতির ৬৯ তম বর্ষের দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল একেবারেই অন্যরকম আঙ্গিকে। সংগঠনের সভাপতি কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা রোটারি ম্যাজিস্ট্রিক এর অন্যতম সদস্য সুবীর রঞ্জন দাসই এই উদ্যোগ নিয়েছিলেন। ক্যান্সার এবং এইচআইভি পজিটিভ আক্রান্তদের হাত দিয়ে ফিতে কেটে ও প্রদীপ
জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এর আগেও পুজো উদ্বোধনে কোনো সেলিব্রেটি কিম্বা নেতা মন্ত্রীদের এনে পুজোর উদ্বোধনে চমক সৃষ্টি না করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের দিয়েই দুর্গাপুজোর সূচনা করেছে এই পুজো কমিটি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অভিনব এই পুজো উদ্বোধন দেখতে উৎসাহী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের সাধুবাদ জানান সকলে।
নারায়ণ রতন দত্ত, হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com