পাটনায় জাগ্রত দুর্গা, কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে মণ্ডপে

কাতারে কাতারে মানুষ আসছেন। দেখছেন। প্রণাম করে প্রার্থনাও করছেন। কিন্তু কার কাছে? সামনে যা আছে সেটা অবিকল মাটির তৈরি দুর্গা প্রতিমার মতো। কিন্তু সেটা নাকি জ্যান্ত। শ্বাসপ্রশ্বাস চলছে তাঁর ভিতরে। খোলা চোখে সব দেখতেও পাচ্ছে মূর্তিটি। মাটির মূর্তির মধ্যে রক্তমাংসের মানুষ, ঈশ্বরের রূপে মানুষ নাকি মানুষের রূপে ঈশ্বর?

জাগ্রত মূর্তি চৈতন্য দেবীর

বিহারের রাজধানী পাটনার বিভিন্ন পূজা মণ্ডপে দেখা যায় মা দুর্গার নয়টি রূপ। কিন্তু আশ্চর্যের বিষয়, এগুলো কেবল মাটির মূর্তি নয় এগুলো জীবন্ত। এলাকার মানুষ একেই 'চৈতন্য দেবী' বলে থাকেন। আজ থেকে প্রায় ৪৪ বছর আগে ১৯৮০ সালে এই দেবীর আবির্ভাব হয় পাটনার কুঁয়া অঞ্চলে। বর্তমানে শেখপুরা, রাজাবাজার, ডাকবাংলা, দানাপুর, কঙ্করবাগ-সহ অন্তত ১০টি স্থানে চৈতন্য দেবীর পুজো হয়ে থাকে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই প্রথা কেবল ধর্মীয় বিশ্বাসের নয়, বরং নারী শক্তির একাগ্রতা, আত্মনিয়ন্ত্রণ এবং পবিত্রতার প্রতীক।

কীভাবে প্রতি বছর চৈতন্য দেবীর আবির্ভাব হয়ে থাকে?

এই দেবী স্বর্গ থেকে আসেন না। এই দেবী স্থানীয়ই। এলাকার ১৮ থেকে ২৫ বছর বয়সী মেয়েরা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের বেশ ধারণ করে। পোশাকের পাশাপাশি রূপসজ্জায়ও বিশেষ নজর দেওয়া হয়ে থাকে। আসল মূর্তির মতো দেখার জন্য এদের শরীরে মুলতানি ও শঙ্খের গুড়ো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে প্রতিমার স্থানে অবস্থান গ্রহণ করে। একটানা কমপক্ষে ১০ ঘন্টা থাকতে হয় একই স্থানে।সাধারণত সপ্তমী, অষ্টমী ও নবমীতে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত দর্শন পাওয়া যায় এই চৈতন্য দেবীদের।

এর পিছনে থাকে কঠিন অভ্যাস

এভাবে দীর্ঘ সময় নড়াচড়া না করে বসে থাকার পেছনে রয়েছে কঠিন সাধনা ও মনঃসংযোগের ক্ষমতা। খাদ্যাভাসেও বেশকিছু নিয়ম মেনে চলতে হয়। আমিশ তো বটেই ছাড়তে হয় পেঁয়াজ রসুনও। ব্রহ্মাকুমারী সংস্থার সঙ্গে যুক্ত এই মেয়েদের নিয়মিত রাজযোগের চর্চা করতে হয়। গত ১০ বছর চৈতন্য দেবী হয়ে চলেছেন গুড়িয়া। তিনি বলেন, "একবার বসে পড়লেই মনঃসংযোগ এমনভাবে কাজ করে যে ঘুম কোথায় চলে যায়, বোঝাই যায় না। কালীরূপে বসা ঈশা জানান, "প্যান্ডেলে বসামাত্রই এক ধরনের ইতিবাচক দিক চলে আসে। এক বিশেষ শক্তি অনুভব করি।" ব্রহ্মাকুমারী সংস্থার ডিরেক্টর সংগীতা বলেন, এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হয় যে, "প্রত্যেক আত্মার মধ্যেই এক একটি দেবীশক্তি লুকিয়ে আছে, যা রাজযোগের মাধ্যমে জাগ্রত করা সম্ভব।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com