পুজো মণ্ডপের সামনে প্রতিদ্বন্দ্বী দলের বুকস্টল যেন যুদ্ধবিরতিতে আড্ডাস্থল


সারা বছর লড়াই। রাজনৈতিক ভাবে শাসক বিরোধী তরজা থাকে তুঙ্গে। চলে আক্রমণ পালটা আক্রমণ। কিন্তু পুজোর কটা দিন যেন যুদ্ধবিরতি। বলা ভালো এইসময় অনেকটা অলিখিত বন্ধুত্ব তৈরি হয়। রাজনৈতিক ভাবে অন্য মেরুতে থাকায় কার্যত মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাওয়া প্রতিবেশীর সাথে কথা হয়। এই সময়ে প্রতিপক্ষের স্টলে গিয়ে এককাপ চায়ে চুমুক দিতে দিতে আড্ডাটাও বেশ জমে ওঠে। পালটা বিপক্ষের থেকে ফুচকা খাওয়ার নিমন্ত্রণও যায়। কোনওদিন উত্তেজনার বসে খারাপ কিছু বলে অপরাধ বোধে ভুগলে এই সুযোগে তার থেকেও মুক্তি মেলে। বই বিনিময় হয়। চূড়ান্ত রাম ভক্ত মানুষটিও তখন দু পাতা দাস ক্যাপিটাল পড়ে ফেলেন। বা বুদ্ধদেব ভট্টাচার্যের বই কিনে বাড়ি যান। আবার তৃণমূলের সমালোচক কট্টর বামপন্থী মানুষটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ে ফেলেন। প্রতিপক্ষের নেতৃত্বের প্রতি সৌজন্যতাও দেখা যায়। সারা বছরের শীতল সম্পর্ক কিছুদিনের জন্য উষ্ণতা পায়
সিপিএম থেকে অন্য দলেও ছড়িয়েছে বুকস্টল সংস্কৃতি
একটা সময় পুজো মন্ডপের কাছে শুধুমাত্র সিপিএমই বুকস্টল দেওয়া শুরু করেছিলো। যা আজও চলছে পুরোদমে। পুজো উপলক্ষে পুজোসংখ্যা সহ নতুন নতুন বইও প্রকাশ করে থাকে দলের প্রকাশনী সংস্থাগুলো। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি অন্যান্য বিষয়ক বই প্রকাশ করা হয়ে থাকে। নেতৃত্ব উপস্থিত থেকে স্থানীয় মানুষকে বই পড়ার জন্য উৎসাহিত করেন। এটা বইয়ের মাধ্যমে জনসংযোগ করার কৌশল হলেও অন্য কোনও রাজনৈতিক দলই এর বিরোধিতা করেনি। বরং ধীরে ধীরে এই সংস্কৃতি সেই দলগুলি গ্রহণ করেছে। বছর কয়েক ধরে পূজা মন্ডপ এর কাছে সিপিএমের পাশাপাশি তৃণমূল এবং বিজেপির বুকস্টলও দেখা যাচ্ছে। তবে লেখকের তালিকায় সিপিএমেরই পাল্লাই ভারী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একাই তৃণমূলের সেই অভাব অনেকটা পূরণ করেছেন। রাজনৈতিক বইয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই যথেষ্ট জনপ্রিয়। পিছিয়ে নেই বিজেপিও। সেখানেও রাজনৈতিক বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে অনেক ধরনের বই পাওয়া যায়। ঠাকুর দেখার পাশাপাশি বিভিন্ন বুক স্টলের বই দেখা ও সংগ্রহ করা যেন দর্শকের রথ দেখা কলা বেচার সমান
পড়ুয়া ও বিক্রেতাদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ অরূপ রায়ের
রাজ্যের সব জায়গার মতো হাওড়া শহরে ও বিভিন্ন মন্ডপের কাছে বুক স্টল দেওয়া হয়েছে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার তরফে। সপ্তমীতে সেইসব স্টলে আসেন মন্ত্রী অরূপ রায়। বই সংগ্রহের জন্য উৎসাহ দেন। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় জাগো বাংলার পূজা সংখ্যাও
নারায়ণ রতন দত্ত, হাওড়া
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com