মহিলা ডোমকে দিয়ে পুজো উদ্বোধন? নজির গড়লো কোদালিয়া নেতাজি সংঘ

কোনও নেতা নয়। কোনও মন্ত্রী নয়। ক্রীড়া বা বিনোদন জগতেরও কেউ না। নয় কোনও তারকা। মহিলা ডোমকে দিয়ে পুজো উদ্বোধন করিয়ে তাঁর লড়াইকে কুর্নিশ জানালো দক্ষিণ 24 পরগনার কোদালিয়া নেতাজি সংঘ

কেনও এই পদক্ষেপ করলো পূজা কমিটি?

প্রতিষ্ঠিত কোনো তারকা নয় বরং নিংশব্দে লড়াই করে সমাজে অবদান রেখে যাওয়া কোনও মানুষের। পুজো কমিটির এক অন্যতম সংগঠক অর্কদেব চট্টোপাধ্যায় জানান, “প্রথমে ভাবা হয়েছিল যারা প্যান্ডেল ও থিম তৈরি করছেন, তাঁদের দিয়েই উদ্বোধন করানো হবে। পরে সিদ্ধান্ত বদলে টুম্পা দাসকে আহ্বান জানানো হয়, যিনি আমাদের জেলার গর্ব।” তিনি বলেন, “দুর্গা হলেন এক শক্তির প্রতীক, যিনি সমাজের সব অশুভ শক্তিকে পরাজিত করেন। টুম্পাও সেই কাজটাই করছেন সাহসের সঙ্গে। আমরা সাধারণত শ্মশান বা মর্গ এড়িয়ে চলি। কিন্তু টুম্পা, একজন মহিলা হয়েও, প্রতিদিন শ্মশানে যান এবং মৃতদেহ সৎকারে সহায়তা করেন। এ এক অভূতপূর্ব সাহস। আমরা এই ছোট স্বীকৃতির মাধ্যমে তাঁর কাজকে সম্মান জানাতে চাই।”

৩০ বছর বয়সী টুম্পা নিজেও প্রথমে বিশ্বাস করতে পারেননি যখন তাকে এই প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, “প্রথমে যখন আমাকে বলা হয়, আমি ভেবেছিলাম বুঝি প্যান্ডেলে শুধু উপস্থিত থাকতে হবে, উদ্বোধন তো করব না। পরে পুজো কমিটি জানিয়ে দেয়, আমিই উদ্বোধন করব দুর্গাপূজা। তখনও বিশ্বাস হচ্ছিল না।”

টুম্পার জীবনে লড়াই

টুম্পার বাবা বাপি দাস ছিলেন বারুইপুর এলাকার পুরন্দরপুর শ্মশানঘাটের ডোম। ২০১৪ সালের অক্টোবরে হঠাৎ করে তিনি মারা যান। তখন টুম্পার বয়স মাত্র ২০ বছর, এবং তিনি ছিলেন ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড়। তাঁর মা তখন অসুস্থ ছিলেন। মায়ের অপারেশনের করাতে হয়েছিলো। টুম্পা বলেন, “তখন পরিবারের সমস্ত দায়িত্ব আমার ওপর এসে পড়ে। আমি তখন সিদ্ধান্ত নিই বাবার কাজই আমি করব। পঞ্চায়েতের নেতারাও আমাকে সমর্থন করেন। তারপর ২০১৫ সাল থেকে আমি পুরন্দরপুর শ্মশানঘাটে ডোম হিসেবে কাজ শুরু করি। ২০১৮ সাল পর্যন্ত আমি সাধারণ চুল্লিতে কাজ করেছি, ২০১৯ সালে শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানো হয়।”

সমাজের গোঁড়ামি বার-বার প্রতিবন্ধকতায় ফেলেছে

কাজ শুরু করার সময় টুম্পাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, “আমি একদিকে ডোম, তার ওপর একজন নারী —ফলে মানুষ আমাদের পাশে বসতেও চাইত না, আমাদের ছুঁতে চাইত না। অনেকে আমাকে অপমান করা হয়েছে। তবে ধীরে ধীরে আমি সব বাধা অতিক্রম করতে পেরেছি।”

পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ডোম হিসেবে ইতিমধ্যেই টুম্পা বহু স্বীকৃতি পেয়েছেন। তবে তিনি বলেন, “এই স্বীকৃতি আমার জীবনের সবচেয়ে বড়। অনেক পুরস্কার, সংবর্ধনা পেয়েছি, কিন্তু কোনো পূজা কমিটি আমাকে দুর্গাপূজার উদ্বোধনে ডাকবে, তা স্বপ্নেও ভাবিনি। আমি ও আমার পরিবার এই পূজা কমিটির কাছে চিরকৃতজ্ঞ।”

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com