পুজোয় ফুটপাতবাসীদের নতুন জামা, পুলিশের বেশে যেনো স্যান্টাক্লজ


পুজোর সময় দুইরকম চিত্র দেখা যায়। একদিকে চোখধাঁধানো মণ্ডপ, আলোকসজ্জা, নতুন জামাকাপড় পরা মানুষের ঠাকুর দেখতে যাওয়া। রেস্তোরাঁর সামনে লম্বা লাইন। অন্যদিকে এই দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলা ফুটপাতের বাসিন্দারা। পুজোর সময় যাদেরকে আবার অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এই সময়ে তাঁদের স্থান হয় পুজো মণ্ডপ থেকে দুরে যেখান থেকে আলোকসজ্জা তো দেখা যায় কিন্তু সেই আলো এসে পড়ে না সেখানে। এই স্থানেই একটু খুশির হাওয়া পৌঁছে দিয়েছেন কলকাতা পুলিশের এএসআই পদাধিকারী বাপন দাস।
ফুটপাতবাসীদের পুজোর উপহার
ব্যক্তিগত উদ্যোগে ফুটপাতে বসবাসকারী মানুষ বিশেষ করে শিশুদের জন্য পুজোর উপহার নতুন জামাকাপড় পৌঁছে দিলেন। শনিবার এমজি রোড, বউবাজার ও অ্যামহার্স্ট স্ট্রিটের ফুটপাথে থাকা প্রায় ৩৫ জন মা ও শিশুর হাতে নতুন জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিস তুলে দেন তিনি। সেই মুহূর্তে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ছোট্ট রিয়া নতুন জিন্স আর টপ পরে ঘুরে ঘুরে আনন্দ করছে, গৌরী খুশিমনে নিজের নতুন জামা আর জুতো আঁকড়ে আছে। আর এক মা পুতুল বললেন, “বৃষ্টিতে সব জামা ভিজে গেছিল। পুলিশ কাকুর দেওয়া এই শাড়িটা পেয়ে খুব ভালো লাগছে।”
আট বছরের নিঃশব্দে সেবা
বিশেষ শাখার কর্মী এবং সাংসদ সৌগত রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ASI বাপন দাস গত আট বছর ধরে সমাজসেবার সঙ্গে জড়িত। নিজের বেতনের থেকে টাকা বাঁচিয়ে এভাবেই বিভিন্ন কাজে সাহায্য করে থাকেন তিনি। পুজোর উপহার দেওয়া ছাড়াও অসহায় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা, দুস্থ মানুষদের শীতকালে গরম কাপড় দেওয়া, গরিব মানুষদের জন্য প্রয়োজনীয় সামগ্রীর জোগান করে থাকেন তিনি। সব মিলিয়ে পুলিশের পোশাকের আড়ালে আশার প্রতীক। ফুটপাতবাসীরা যাকে পুজোর স্যান্টাক্লজ বলে জানে
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com