মুর্শিদাবাদে 'বধ' বিদেশি অসুর, দেশে কি অসুর কম পড়িয়াছে?

মাথায় ঝাঁকড়া চুল। ইয়া বড় গোঁফ। গালের উপরে একটা বৃহৎ সাইজের আঁচিল। পরনে হাঁটুর উপরে থাকা কাপড়। উপরিভাগে পোশাক না থাকায় মাসকিউলার লোমশ শরীরটা উন্মুক্ত। গায়ের রং বেশিরভাগ ক্ষেত্রেই সবুজ বা খয়েরি। এই হলো আমাদের পরিচিত অসুর। যাকে প্রতি বছরই মা দুর্গার কাছে বধ হতে হয়। কিন্তু এবার চিত্রটা বদলে গেলো মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে হাজির করা হয়েছে বিদেশি অসুর। এই অসুররা আবার আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

অসুর দেখতে মণ্ডপে ভিড়, ভাইরাল ছবি

পুজো মণ্ডপে ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে। কারণ অসুর। আর হবে নাই বা কেনও? যদি অসুরকে দেখতে বাংলাদেশের ডঃ ইউনুসের মতো বা পাকিস্তানের শাহবাজ শরিফের মতো দেখতে হয়। খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের এই উদ্যোগকে দেশের শত্রুর জন্য বার্তা বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে সুপরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের ‘অসুর’-রূপে উপস্থাপন করাকে অনেকে বিতর্কিত ও নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করছেন।

বিতর্কের মুখে শিল্প ও রাজনীতি

এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ধর্মীয় অনুভূতির মঞ্চে রাজনৈতিক বার্তা কতটা গ্রহণযোগ্য? অনেকে আবার একে সৃষ্টিশীল প্রতিবাদ ও শিল্পের স্বাধীনতা হিসেবে দেখছেন। তবে একথা স্পষ্ট, ‘অসুর’ দিয়ে বাকি পুজো কমিটিগুলোকে পিছনে ফেলে নিজেদের মণ্ডপে ভিড় টেনে আনাকে অনেকে মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন

কেনও এদেরকেই অসুর রূপে বাছাই করা হলো?

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বিরোধী শক্তি মাথা ছাড়া দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভারতকে উদ্দেশ্য করে অনেক কটুক্তি করা হয়েছে। এমনকি ভারতকে হুমকি দিয়ে চিকেন নেক দখল করা, কলকাতা দখল করার কথাও বলা হয়েছে। এবং পিছনে মদত ছিলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। আবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে প্রতি মূহুর্তে ষড়যন্ত্র করে চলেছে পাকিস্তান । অপারেশন সিঁদুরে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার পরেও উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন তিনি। স্বাভাবিকভাবে দুই দেশের এই দুই নেতা ভারতবাসীর কাছে অসুরের থেকে কোনও অংশে কম নয়। আর অসুর রূপে এদের বধ হতে দেখার জন্য মানুষের মধ্যে এতো উৎসাহ বলে মনে করা হচ্ছে

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com