বিহারে ভোটের ময়দানে এবার ‘লিট্টি বাবু'র ধামাকা, ব্যাপারটা কী?
বিহারের জনপ্রিয় খাবার লিট্টি চোখা। যেখানেই বিহারি সেখানেই এই খাবার। আর এই সুযোগে ভোটের ময়দানে নেমে পড়েছেন লিট্টি বাবু। ইতিমধ্যেই তাঁর প্রচারও শুরু হয়ে গিয়েছে। আসলে এই লিট্টি বাবু একটি কার্টুন চরিত্র। বিহারে লিট্টি-র জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই চরিত্রকে প্রচারের কাজে লাগাতে শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার রোহতাস জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজে লাগানো হল লিট্টি বাবু কে।
লিট্টি বাবুর কাজ কী?
ইতিমধ্যেই বিহারে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দলগুলির পাশাপাশি ব্যাস্ততা বেড়েছে প্রশাসনেরও। তাই ভোটারদের করার দায়িত্ব দেওয়া হয়েছে লিট্টি বাবুকে।
ভোটারদের সকাল সকাল ভোট দেওয়ার প্রচার করছে লিট্টি বাবু। তার বক্তব্য “আগে ভোট, তারপর জলখাবার”। রোহতাস জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক উদিতা সিংহের নির্দেশে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রশাসন বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে। ‘লিট্টি বাবু’র কার্টুন সিরিজ ভোটারদের নির্ভীক, নিরপেক্ষ ও নৈতিক ভোটদানের জন্য উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। তবে একা লিট্টি বাবুর ঘাড়ে দায়িত্ব দিয়েই নিশ্চিন্ত হতে পারছে না প্রশাসন। প্রচারের জন্য বেশকিছু গান ও জিঙ্গল তৈরি করা হয়েছে। এগুলি সুপার মার্কেট, মল, সিনেমা হলের সামনে বাজানো হবে। আবার অটো ও বাসের মাধ্যমে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাবে।
রোহতাসে ৭০ হাজারেরও বেশি নতুন ভোটার
নির্বাচন কমিশন ২৪৩ সদস্যবিশিষ্ট বিহার বিধানসভার জন্য দুই দফায় নির্বাচনের ঘোষণা করেছে। প্রথম দফার ভোট ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোহতাস জেলায় ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। এবারের নির্বাচনে রোহতাস জেলায় প্রথমবারের মতো ৭০,৪১৭ জন নতুন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মনোনয়ন
রোহতাসে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দ্বিতীয় দফার জন্য মনোনয়নের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২০ অক্টোবর, এবং ২১ অক্টোবর স্ক্রুটিনি (মনোনয়নপত্র যাচাই) হবে। ২৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত হয়েছে।


Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com