মুখ্যমন্ত্রীর ধমকে ১৮ থেকে ৫ এ নামলো বিমান


কথায় বলে কারো পৌষ মাস, তো কারো সর্বনাশ। এক্ষেত্রে অনেকটা সেরকমই। প্রাকৃতিক দুর্যোগে যখন উত্তরবঙ্গের পরিস্থিতির অবনতি হচ্ছে, পর্যটকরা বাড়ি ফেরার জন্য কার্যত দিশেহারা, পরিবার পরিজন দুশ্চিন্তায়। ঠিক সেই সময়ই 'ঝোপ বুঝে কোপ' মারার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি। একলাফে বিমান ভাড়া ১৮ হাজারে পৌঁছে গিয়েছে। ইচ্ছে থাকলেও বাড়ি ফেরার উপায় থাকছে না পর্যটকদের। অন্যদিকে বিহারে ছট পুজোর জন্য বিমান ভাড়াতে ছাড় দেওয়া হয়েছে। এরফলে বিমান সংস্থাগুলির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। বাগডোগরা থেকে কলকাতায় ফেরার এরকম ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিহারে ছট পুজো আছে বলে ফ্লাইটের ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। এতে আমি খুশি। কিন্তু একটা দুর্যোগের পরে বাগডোগরা থেকে যারা আসছেন তাঁদের ফ্লাইটের ভাড়া ১৮ হাজার করে দেওয়া হয়েছে কেন? যাঁরা সরাসরি ফ্লাইট পাচ্ছেন না দিল্লি ঘুরে আসতে হচ্ছে তাদের জন্য ৪২ থেকে ৪৫ হাজার টাকা!! ভাবতে পারেন? এটা কি বৈষম্য নয়?’।
মুখ্যমন্ত্রীর ধমকের পরেই ভাড়া কমলো
বাগডোগরা থেকে কলকাতা ফেরার বিমানে অত্যাধিক ভাড়া বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরেই বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানে ভাড়া কমছে বলে সূত্রের খবর। শুক্রবার থেকে একাধিক বিমান সংস্থা ভাড়া কমাচ্ছে বলে জানা গিয়েছে। ১৮ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় সেই ভাড়া হতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও বিপর্যয়ের সুযোগ নিয়ে কেন এত ভাড়া নেওয়া হলো? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com