মহাজোট জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? আর ক'জন উপমুখ্যমন্ত্রী? জানলে চমকে উঠবেন

বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। আর তারপরেই বিরোধী মহাজোট রণকৌশল চূড়ান্ত করে ফেলেছে। জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি একাধিক সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী করা হবে। জানা গিয়েছে মোট তিনজন উপমুখ্যমন্ত্রী করা হবে। যার মধ্যে দলিত, পিছিয়ে পড়া এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি থাকবে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন তেজস্বী যাদব (পিছিয়ে পড়া শ্রেণি)।

কোন দল কত আসনে লড়বে

আসন বণ্টনের ফর্মুলাও প্রায় চূড়ান্ত হয়েছে। এবং এতেও মহাজোটে মহা ঐক্য রয়েছে বলে দাবি নেতৃত্বের। জানা গিয়েছে

  • আরজেডি (RJD): ১২৫টি আসনে

  • কংগ্রেস (Congress) : ৫০-৫৫টি আসনে

  • বামদল : প্রায় ২৫টি আসনে

বাকি আসনগুলো ছোট শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে, যেমন VIP, LJP (পাসওয়ান-গোষ্ঠী) ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। এই ফর্মুলা স্পষ্ট করে দিচ্ছে যে, তেজস্বী যাদব নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছেন।

তেজস্বীর 'ত্রিশক্তি' কৌশল

কংগ্রেস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আর VIP দাবি করেছে যে তাদের নেতা, মুকেশ সাহানি, উপ-মুখ্যমন্ত্রী হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনজন উপ-মুখ্যমন্ত্রীর এই ফর্মুলা তেজস্বী যাদবের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এরফলে

  • পরিবারতন্ত্রের অভিযোগ দুর্বল হবে

  • যাদব-কেন্দ্রিক রাজনীতির অভিযোগ ভোঁতা হবে

  • দলিত, মুসলিম ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের ক্ষমতার বার্তা দেওয়া যাবে

গুরুত্ব দিতে নারাজ শাসকদল

তবে মহাজোট যে কৌশলই নিক না কেনও তাতে মোটেই চিন্তিত নয় এনডিএ (NDA)। NDA-র শরিক দলগুলি এই ঘোষণাকে কটাক্ষ করেছে। মহাজোট ম্যাজিক ফিগার ১২৩ আসন জিততে পারবে না বলেই দাবি করছেন নেতৃত্ব। জাতীয় লোক মোর্চা এই বিষয়টিকে 'আকাশকুসুম বলে কল্পনা' বলেছে। আর জন সুরাজ পার্টি একে নির্বাচনের আগে 'মিথ্যা প্রতিশ্রুতি' হিসেবে অভিহিত করেছে। তাঁদের মতে জোটের ভাঙন বাঁচাতে এই কৌশল করা হয়েছে।

বিহার বিধানসভার মোট ২৪৩টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২৩টি আসন। মহাজোট এই কৌশলের মাধ্যমে সামাজিক সমীকরণের ভারসাম্য রক্ষার বার্তা দিয়েছে। কিন্তু সেই বার্তা মানুষ কীভাবে নেয় সেটাই দেখার অপক্ষায় রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com