এ যেনো 'পুষ্পা' সিনেমার দৃশ্য, ভারত থেকে ভেসে আসা লাল কাঠ নিয়ে যা চলছে বাংলাদেশে

'পুষ্পা' সিনেমার কথা মনে আছে? প্রশাসনের হাত থেকে বাঁচানোর জন্য নদীতে ফেলে দেওয়া চন্দন কাঠ কীভাবে পাচার করেছিল মাফিয়ারা? সেই একই রকম দৃশ্যই ইদানিং দেখা গিয়েছে। উত্তরবঙ্গে বন্যার জলে ভেসে গিয়েছে হাজার হাজার কাঠ। তা নিয়ে এদেশে যতই বিতর্ক হোক না কেনও বাংলাদেশে এটাকে আশীর্বাদ হিসেবেই ধরা হয়েছে। কারণ ভারত থেকে ভেসে যাওয়া কাঠ জলের তোড়ে ভেসে পৌঁছেছে বাংলাদেশে। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, রবিবার ভোর থেকে অসম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছায় হাজার হাজার লাল রংয়ের কাঠ। আর এই লাল কাঠ দেখেই মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে ভারত থেকে ভেসে আসছে প্রচুর চন্দন গাছের গুড়ি। আর তারপরেই আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার লোভে নদী বরাবর ছুটতে শুরু করে এলাকাবাসী। রাতারাতি বড়লোক হওয়ার জন্য এই মহামূল্যবান কাঠ সংগ্রহ করতে নদী পাড়ে এসে উপস্থিত হয় প্রচুর মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে কাঠ তোলার কাজ চলে দিনরাত এক করে। মুহূর্তের মধ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, নাগেশ্বরী ও চিলমারির কালজানি, দুধকুমার ও ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় এক একটা কাঠের পাহাড় তৈরি হয়ে যায়। এক একটা গাছের দাম গিয়ে দাঁড়ায় দেড় লাখ টাকা পর্যন্ত। সেই চন্দন কাঠ সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে ক্রেতারা। সিনেমার 'পুস্পা' বাস্তবে হওয়ার স্বপ্নে বিভোর লোকেদের মধ্যে চর্চা শুরু হয়, কীভাবে এই কাঠ বিদেশে রপ্তানি করে মোটা টাকা রোজগার করা যায়

লাল কাঠগুলো আসলে কী?

লাল কাঠ। যেগুলোকে দামী লাল চন্দন বা রক্ত চন্দন ভেবে মানুষের মধ্যে যে উন্মাদনা সেটা আসলে কী?

বাংলাদেশের বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এগুলো চন্দন কাঠ বা সেই প্রজাতির কিছু নয়। দীর্ঘদিন জলে থাকায় কাঠের রং পরিবর্তন হয়ে লালচে হয়েছে। বেশির ভাগই পচা কাঠ যা জ্বালানি ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করার অনুপযুক্ত। কুড়িগ্রাম কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদ বিশেষজ্ঞ মির্জা নাসিরউদ্দিন জানিয়েছেন, গাছে ট্যানিন ও ফেনোলিক যৌগ থাকে। দীর্ঘসময় জলে থাকলে অক্সিজেনের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তখন এতে লালচে বাদামী রং তৈরি হয়।

পড়ে পাওয়া চোদ্দ আনা

দক্ষিণ ভারতের তৈরি সিনেমা পুষ্পা। শুধুমাত্র ভারতে নয় বিদেশেও অনেক জনপ্রিয় হয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশ। তবে এই সিনেমাতে চন্দন কাঠ থেকে মাফিয়ারা লাভবান হয়েছে। কিন্তু বাস্তবে ভারত থেকে ভেসে যাওয়া কাঠ চন্দন কাঠ না হলেও তা থেকে সাধারন মানুষ অনেকটাই লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Address

3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091

Contacts

+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com