তেজস্বীকে চ্যালেঞ্জ জন সুরাজের, রাঘোপুর থেকেই প্রচার শুরু করবেন পিকে


বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনেই প্রার্থী দেবে জন সুরাজ পার্টি। বৃহস্পতিবার একথা ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। একই সঙ্গে এদিন ৫১ জনের নামের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে প্রাথমিক প্রচারের কাজও। কিন্তু দলের সুপ্রিমো জানিয়ে দিয়েছেন তিনি প্রচার শুরু করবেন মহাজোটের মুখ ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের কেন্দ্র থেকেই। আর এই বিষয়টাকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। জন সুরাজ পার্টির জাতীয় সভাপতি উদয় কুমার সিংহ জানিয়েছেন যে, প্রচার অভিযান শুরু হবে ১১ই অক্টোবর, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মজয়ন্তীতে। সেই দিন প্রশান্ত কিশোর রাঘোপুরে যাবেন। জনসংযোগ ও প্রচার করবেন। দল আশাবাদী যে সেখান থেকে ভালো সাড়া পাওয়া যাবে
কেনও এই পদক্ষেপ?
ভোট ঘোষণার বহু আগে থেকেই বিহারে রাজনৈতিক প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই প্রচারে তেজস্বী যাদবকে বার বার টার্গেট করেছেন পিকে। আসলে জন সুরাজ পার্টিকে সামনে রেখে বিহারের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে চাইছেন তিনি। এখনো পর্যন্ত তাঁর দলের প্রার্থী তালিকায় সেই ছবি তুলে ধরার চেষ্টাও করেছেন তিনি। সেদিক থেকে অন্যদের সঙ্গে নিজের দলের মানের পার্থক্য বোঝাতে চেয়েছেন এই ভোট কুশলী।
প্রার্থী তালিকায় সব অংশের মানুষের প্রতিনিধিত্ব
পার্টির নেতা এবং প্রাক্তন কেন্দ্রিয় মন্ত্রী আরসিপি সিংহ প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেন। এই তালিকায় প্রশান্ত কিশোর সামাজিক ভারসাম্য বজায় রাখার দিকে বিশেষ নজর দিয়েছেন।
৫১ জন প্রার্থীর মধ্যে ৭ জন দলিত, ১৭ জন অতিপিছিয়ে পড়া শ্রেণি (EBC), ১১ জন অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (OBC), ৭ জন মুসলিম এবং ১ জন রূপান্তরকামীকেও (ট্রান্সজেন্ডার) প্রার্থী করা হয়েছে। এখানে বিভিন্ন পেশার মানুষকে রাখা হয়েছে। অধ্যাপক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, এবং প্রাক্তন আইপিএস অফিসাররাও রয়েছেন এই তালিকায়। তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী কারপূরী ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর-কেও প্রার্থী করা হয়েছে। এদিন প্রশান্ত কিশোর জানান, তাঁর লক্ষ্য সমাজের প্রতিটি শ্রেণি থেকে ভালো, সৎ ও দক্ষ মানুষদের নিয়ে আসা, যাতে একটি শক্তিশালী দল তৈরি হয় যারা বিহারে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি বিহারের প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এক নতুন ধরণের রাজনৈতিক পরীক্ষার সূচনা।
Address
3721 2nd Street
Saltlake Sector V, Kolkata 700 091
Contacts
+91 98300 71925
Contract.subhendu.etv@gmail.com