পথকুকুর নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ, মনখারাপ কুকুর প্রেমীদেরপথকুকুর নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ, মনখারাপ কুকুর প্রেমীদের
পথকুকুর নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ, মনখারাপ কুকুর প্রেমীদের
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গরাজনীতি


পথকুকুর নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ, মনখারাপ কুকুর প্রেমীদের
রাস্তায় লালু-ভুলুদের দৌরাত্ম। কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পথ কুকুরদের নিয়ন্ত্রণ করার জন্য একদিকে যেমন রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তেমনই কড়া বার্তা দেওয়া হয়েছে কুকুর প্রেমীদের। সুপ্রিম কোর্ট জানিয়েছে কুকুর দ্বারা কেউ আক্রান্ত হয়ে রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে।
দিল্লি সহ দেশের অনেক শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বেড়ে চলেছে কুকুরের আতঙ্ক। অনেকেই এই বিষয়ে প্রশাসনের কাছে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন। এই নিয়ে আবার কুকুর প্রেমীদের সঙ্গে সংঘাত শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও দু'পক্ষের আঁচ এসে পড়ে। কুরকুর প্রেমীদের দাবি কুকুরেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। কিছু মানুষ কুকুরকে উত্যক্ত করার জন্যই আক্রমণের শিকার হয়। উল্টোদিকের যুক্তি ছিলো কুকুরের জন্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। আতঙ্কে চলাফেরা করতে হচ্ছে। আক্রান্ত হতে হচ্ছে। এদিন কুকুর প্রেমীদেরও কড়া বার্তা দিয়ে সুপ্রিমকোর্ট পথ থেকে কুকুরদের বাড়ি নিয়ে যাওয়ার কথা জানিয়েছে।
সুপ্রিম নির্দেশে মনখারাপ কুকুর প্রেমীদের। রাস্তার লালু, ভুলুদের জন্য কোনও বিকল্প ব্যবস্থা করা হবে বলে আশাবাদী তাঁরা
