প্রতিষ্ঠা দিবসে ভোটের দামামা বাজিয়ে দিল হাওড়া জেলা তৃণমূল
প্রতিষ্ঠা দিবসে ভোটের দামামা বাজিয়ে দিল হাওড়া জেলা তৃণমূল
ট্রেন্ডিংপশ্চিমবঙ্গ


প্রতিষ্ঠা দিবসে ভোটের দামামা বাজিয়ে দিল হাওড়া জেলা তৃণমূল
কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর বছরের প্রথম দিনেই ভোটের শিঙ্গায় ফু দিয়ে দিল হাওড়া জেলা তৃণমূল। দলের ২৯ তম প্রতিষ্ঠা দিবসের কর্মী সমর্থক দের ভোট যুদ্ধে নামার নির্দেশ দেওয়া হলো নেতৃত্বের তরফে। কর্মসূচিতে যোগ দিতে এসে জেলার প্রবীণ নেতা তথা মন্ত্রী অরূপ রায় দলীয় কর্মীদের চাঙ্গা করতে নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের লড়াইয়ের কথা স্মরণ করেন। তিনি বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের অনেক লড়াই সংগ্রামের ফলেই রাজ্যে দীর্ঘদিন চলা বাম জমানার অবসান ঘটেছে। এর পরে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। রাজ্যের সাধারণ মানুষও তাঁর ওপরেই ভরসা রেখেছেন। এবারেও তার ব্যতিক্রম হবে না।"
রাজ্যে ভোটের হাওয়া আসার আগে থেকেই বিজেপির প্রথম সারির নেতৃত্ব বাংলায় আসা শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে দাবি করেছেন এবার বাংলায় বিজেপি আসছেই। রাজ্য বিজেপির তরফেও তৃণমূলের বিরুদ্ধে জোরদার প্রচার শুরু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই পালটা হিসেবে অরূপ রায় বলেন, "পরিযায়ী পাখির মতো যেকোনো নির্বাচন এলেই রাজ্যে দিল্লির মন্ত্রী, নেতারা। বাংলা দখলের স্বপ্ন দেখেন। যারা বাংলার ইতিহাস, ভূগোল কিছুই জানে না,তারা করবে বাংলা দখল এমনটাই উল্লেখ্য করেন তিনি।" একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, "কর্মীরাই দলের সম্পদ। নতুনদের পাশাপাশি পুরনো কর্মীদের যোগ্য সম্মান দিতে হবে। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি'র নির্দেশকে মান্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।"
নারায়ণ রতন দত্ত
